মুম্বাইয়ে অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ জনের মৃত্যু

0
437
মুম্বাইয়ে অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ জনের মৃত্যু

নয়াদিল্লী, ২৯ ডিসেম্বর, ২০১৭ (নোঙরনিউজ ডেস্ক) : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে শুক্রবার একটি ভবনে অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ জনের মৃত্যু ও আরো অনেকে আহত হয়েছে। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

মুম্বাই পুলিশ কমিশনার এস. জয়কুমার সাংবাদিকদের বলেন, ‘এই ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে।’
তিনি জানান, ভবনটিতে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ১২ টার দিকে মুম্বাইয়ের কেন্দ্রস্থলে কমলা মিলস চত্ত্বরের একটি বাণিজ্যিক ভবনে এ অগ্নিকান্ড ঘটে।

ভবনটি মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ব্যবহার করে এবং সেখানে আগুন ছড়িয়ে পড়ায় টাইমস নেটওয়ার্কের টাইমস নাও, মিরর নাও ও ইটি নাওসহ কমপক্ষে তিনটি জাতীয় নিউজ চ্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ভবনটির সর্বোচ্চ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

টেলিভিশনের ভিডিও ফুটেজে দমকল বাহিনীর কর্মীদের সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে দেখা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে