তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ কাস্টমস বাড়াবে রাজস্ব আয় -তথ্যমন্ত্রী

0
522

বেনাপোল, যশোর: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭, নোঙরনিউজ ডটকম: রাজস্ব আয়কে দেশের অর্থনীতির অক্সিজেন হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ কাস্টমস ব্যবস্থাপনা রাজস্ব আয় বাড়াবে এবং ডিজিটাল বাংলাদেশের পথ ধরে বিশ্বমানের কাস্টমস ব্যবস্থাপনায় উন্নীত হবে দেশ।’

বৃহস্পতিবার সকালে আর্ন্তজাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে যশোরের বেনাপোলে কাস্টমস হাউজ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

এসময় দেশীয় উৎপাদন, ব্যবসা ও আমদানী-রপ্তানী বাড়াতে দেশে শান্তি বজায় রাখার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে হাসানুল হক ইনু বলেন, ‘শান্তি ও উন্নয়নের সবচেয়ে বড় শত্র“ জঙ্গিবাদ দমনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এবছরের আর্ন্তজাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দ সীমান্ত ব্যবস্থাপনা’ (ডাটা এনালিসিসঃ ইফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট) ভিত্তি করে বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, সীমান্ত-বন্দরগুলোতে যাত্রী ও পণ্যের আগাম তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, ঝুঁকি চিহ্নিত করা ও বাস্তবভিত্তিক প্রস্তুতি এ তিন পদ্ধতির প্রয়োগের মাধ্যমে কাস্টমস ব্যবস্থাপনাকে আরো যুগোপযোগী করতে হবে।

তথ্য-উপাত্ত বিশ্লেষণের এই প্রয়োগ জাতীয় নিরাপত্তাকে সমুন্নত রাখবে, যাত্রী ও পণ্যের সীমান্তপারকে নিরাপদ ও দ্রুত করবে, রাজস্ব আয় বাড়াবে এবং আগমন-বহির্গমনে আইন মেনে চলতে সবাইকে উৎসাহ যোগাবে, বলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি।

হাসানুল হক ইনু এসময় কাস্টমসের অনলাইন সেবা চালুর জন্য কাস্টমস কর্তৃপকে অভিনন্দন জানান।

যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে যশোর-১ এর সংসদ সদস্য আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধ ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), ৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোঃ জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌর মেয়র মোঃ আশরাফুল আলম লিটন, বেনাপোল সি এন্ড এফ সমিতির সভাপতি মোঃ মফিজুর রহমান সজন প্রমূখ সেমিনারে দেশের স্বার্থে কাস্টমসের অবদান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে