জলবায়ু ক্ষতি মোকাবেলায় দুষণকারী দেশগুলোর বাংলাদেশকে সহায়তার আহ্বান জাতিসংঘ কর্মকর্তার

0
6

মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়ান ফ্রাই আজ বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও শিল্পোন্নত দেশগুলো দেশটিকে সাহায্যের ক্ষেত্রে খুব কমই করছে।

তিনি বলেন, ‘এখন দূষণকারী দেশগুলোর অন্যান্য দেশের ক্ষয়ক্ষতি পুষিয়ে দেয়ার সময় এসেছে।

ফ্রাই বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা এবং সিলেটের নিম্নাঞ্চল পরিদর্শন শেষে ভার্চুয়্যাল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

গত ১ মে দায়িত্ব গ্রহণের পর এটি জাতিসংঘ বিশেষজ্ঞের প্রথম দাপÍরিক সফর। তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তার সফরের একটি প্রতিবেদন উপস্থাপন করবেন।

তিনি বলেন, কনফারেন্স অফ পার্টিজ (কপ) এবং প্যারিস চুক্তি দ্বারা গৃহীত সিদ্ধান্তগুলোতে ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়টি ভালভাবে বর্ণিত হয়েছে।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক অগ্রগতি সত্ত্বেও ক্ষয়-ক্ষতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কোনো অর্থ প্রদান করেনি।

তিনি বলেন, ‘এটি ক্ষয়-ক্ষতি অর্থায়নের জন্য প্রয়োজনের তুলনায় একটি সম্পূর্ণ অপর্যাপ্ত এবং অবমাননাকর প্রতিক্রিয়া।’

তিনি বলেন, প্রধান দূষণকারীরা যে জলবায়ু পরিবর্তন সৃষ্টি করছে তার প্রভাব বাংলাদেশের মতো দেশ বহন করতে পারে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে