ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে ইবিতে এটিএম বুথের ভিত্তি প্রস্তুর স্থাপন

0
467

মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯, প্রিতম মজুমদার, ইবি(নোঙরনিউজ) : অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যাংকিং লেনদেন সহজতর করণের লক্ষ্যে ক্যাম্পাসে অগ্রণী ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হয়েছে।

সোমবার সকালে প্রশাসন ভবন চত্বরে মাটি কেটে এ বুথের ভিত্তি প্রস্তুর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন, রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মিজানূর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভার:) এইচ এম আলী হাসান, প্রধান প্রকৌশলী (ভার:) আলিমুজ্জামান টুটুল এবং অগ্রণী ব্যাংক ইবি শাখার ম্যানেজার মোঃ লুৎফর রহমান প্রমুখ।

আগামী ২ মাসের মধ্যে এ বুথের কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করেন। এদিকে বুথ স্থাপনের সিদ্ধান্তটি সর্বমহলে প্রশংসিত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে