বন্দর-কাস্টম হাউজ সপ্তাহে ৬ দিন খোলা রাখার সুপারিশ

0
840


বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭ (নোঙরনিউজ ডটকম): চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউজ সপ্তাহে ছয় দিন খোলা রাখার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে বন্দরের প্রশিক্ষণ ইনস্টিটিউটে বন্দর ও কাস্টমস ব্যবহারকারীদের সভায় এটিসহ ১৫ দফা সুপারিশ গ্রহণের সিদ্ধান্তের কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন।
তিনি বলেন, “আমদানি-রপ্তানি বাণিজ্যে খরচ সাশ্রয় ও সময় কমিয়ে আনতে নেওয়া এসব সুপারিশ সিদ্ধান্ত আকারে বাস্তবায়নের জন্য অর্থ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়ে দুই মন্ত্রীর অনুমোদন নেওয়া হবে।”
আমদানি-রপ্তানি কার্যক্রমে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে এসব পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।
চট্টগ্রাম কাস্টম হাউস
চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি ও রপ্তানি পণ্য চালান রাজস্ব ও ব্যবসাবান্ধব পরিবেশ, স্বল্পতম সময় ও ব্যয় খালাসের লক্ষ্যে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়। সভায় বন্দর ও কাস্টমস ব্যবহারকারীরা জানান, বতর্মানে বন্দরের পরিচালন কার্যক্রম সপ্তাহে সাত দিন খোলা থাকলেও প্রশাসনিকসহ অন্যান্য কার্যক্রম সচল থাকে পাঁচ দিন। কাস্টমস হাউজে রপ্তানি কার্যক্রম সাত দিন চালু থাকলেও আমদানি কার্যক্রম সচল থাকে পাঁচদিন। সার্বক্ষণিক খোলা না থাকায় পণ্য খালাসেও দেরি হয়।
ব্যবহারকারীদের এ দাবির পর বন্দর ও কাস্টমস হাউজ সপ্তাহে ছয় দিন খোলা রাখার সুপারিশ নেওয়া হয় বলে বৈঠকে জানানো হয়।
সভায় বন্দর ও কাস্টমস হাউজের পরিচালন কার্যক্রম বিষয়ক সমস্যা সমাধান করতে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) পদের কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
কমিটি আমদানি পণ্য দ্রুত খালাসের জন্য সমস্যা চিহ্নিত করে সমাধান দেওয়াসহ পরিচালন কার্যক্রম গতিশীল করতে পদক্ষেপ নেবে।
এছাড়া পণ‌্য আমদানির ঋণপত্রে পণ্যের সঠিক বর্ণনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেবে বলে সিদ্ধান্ত হয়। আমদানি পণ্য আনার পর সিঅ্যান্ডএফ এজেন্টরা ওই ঋণপত্র অনুযায়ী পণ্যের সঠিক বর্ণনা অনলাইনে দেবে।
বৈঠকে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম জিকরুর রেজা খানম, কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমদ, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক সাহেদ সরওয়ার বক্তব্য রাখেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে