দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই-খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) এ বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানিয়েছেন, পেঁয়াজ রফতানির ওপর ভারত শুল্ক কমিয়ে দেওয়ায় দাম কমেছে। দাম আরও কমবে।
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত পেঁয়াজ রফতানিতে শুল্ক কমিয়েছে– এমন খবরে দাম কমতে শুরু করেছে। আজ শনিবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ থেকে ৯৬ টাকায়, যা বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ১০৪ থেকে ১০৫ টাকায়। এ ছাড়া কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৬ টাকায়। যা সোমবার বিক্রি হয় ১০৮ টাকা পর্যন্ত। আজ পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা এবং চীনের পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়। এসব পেঁয়াজে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে।’
এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘শুল্ক কমিয়ে দেওয়ার কারণে পেঁয়াজের দাম আরও কমে আসবে। বাজারে বর্তমানে পেঁয়াজের কোনও সংকট নেই।’
এদিকে, পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। নগরীর বহদ্দারহাট বাজারে আজ খুচরায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১০৮ টাকা, দেশি পেঁয়াজ ১১০ টাকা, পাকিস্তানি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা এবং চীনের পেঁয়াজ ৭০ টাকা বিক্রি হয়।
জানা গেছে, পেঁয়াজ রফতানির ওপর বিধিনিষেধ আরও শিথিল করেছে ভারত। প্রতি টন পেঁয়াজ রফতানির ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫০ ডলার মূল্যের যে শর্ত ছিল, দেশটির সরকার তা প্রত্যাহার করেছে। পাশাপাশি কমানো হয়েছে রফতানি শুল্ক।
ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বোমা হামলার পর রাশিয়া শনিবার সতর্ক করেছে যে ইরান ও ইসরাইলের মধ্যে বৈরিতার ফলে 'বিস্ফোরক উত্তেজনা বৃদ্ধি' নিয়ন্ত্রণের বাইরে চলে...
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার বলেছেন যে ইসরায়েল ইরানে মারাত্মক বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির ব্যাপারে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
জাতিসংঘ থেকে এএফপি জানায়,...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারই জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। তাই আমাদের এর ব্যবহার কমাতে হবে।...