টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধস হয়েছে। এতে রেলপথের ওপর মাটি পড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। অন্যদিকে ঝোড়ো বাতাসে সীতাকুণ্ডে রেলপথে গাছ ভেঙে পড়েছে।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, শুক্রবার টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে মাটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঝোড়ো বাতাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের ওপর দুটি গাছ ভেঙে পড়েছে। দুপুরের দিকে এই দুটি গাছ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর গাছ দুটি সরিয়ে ফেলা হয়। তবে এই রুটে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি বলে জানান রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. আব্দুল বারেক জানান, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী প্রজন্মকে দূষণমুক্ত নদী দেখাতে হবে। তিনি বলেন, এই প্রজন্ম পরিষ্কার নদী ও...
ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বোমা হামলার পর রাশিয়া শনিবার সতর্ক করেছে যে ইরান ও ইসরাইলের মধ্যে বৈরিতার ফলে 'বিস্ফোরক উত্তেজনা বৃদ্ধি' নিয়ন্ত্রণের বাইরে চলে...
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার বলেছেন যে ইসরায়েল ইরানে মারাত্মক বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির ব্যাপারে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
জাতিসংঘ থেকে এএফপি জানায়,...