ঢাকা, ২০ জানুয়ারি, ২০১৯ (নোঙরনিউজ): সাভার ও আশুলিয়াসহ সারাদেশে যারা নদী-নালা ও খাল-বিল দখল করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সরকারী সম্পত্তি উদ্ধার করা হবে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘সরকারি জায়গার নকল কাগজ করে হয়তো কেউ সাময়িকভাবে দখল করতে পারে। কিন্তু তারা এতো সহজে পার পাবে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ রবিবার দুপুরে সাভারের সিএন্ডবিতে বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১১৬ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থেকে ভূমি মন্ত্রণালয়কে জিরো টলারেন্স ঘোষণা করেছি। ভূমি অফিসের সবার সম্পদের হিসাব নেওয়া হচ্ছে। আমাদেরকে একটু সময় দিন, আগামী ৯০ দিনের মধ্যে আমরা সিস্টেম অটোমেশন করে ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করবো। একটি ক্রাস প্রোগ্রামের মাধ্যমে মানুষ যাতে ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হয় এজন্য আমরা গোপালগঞ্জ এবং চট্টগ্রামে দুটি পাইলট প্রজেক্ট হাতে নিয়েছি। ভূমি সেবার ব্যাপারে জনগণের যে প্রত্যাশা রয়েছে তা আমরা ধাপে ধাপে উন্নয়ন করবো। ভূমি সেবাগ্রহীতাদের সুবিধার জন্য আমরা হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ভূমির বিষয়ে যাবতীয় অভিযোগ গ্রহণ করে তার সমাধানে কাজ করা হবে। এছাড়ার প্রবাসীদের সুবিধার জন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ গ্রহণ করে তাদের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।’
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। ৪৫ দিনের এ প্রশিক্ষণে বিসিএস প্রশিক্ষণ ক্যাডারের ১৭ জন, পুলিশ ক্যাডারের ২০ জন, রেলওয়ে ক্যাডারের ২ জন এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৯ জনসহ মোট ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।