ফিলিপাইনে টাইফুন আতঙ্ক : বড়োদিনের ছুটি বানচাল

0
576

{CAPTION}
ম্যানিলা, ২৭ ডিসেম্বর, ২০১৬, নোঙর নিউজডটকম: ফিলিপাইনের দিকে শক্তিশালী টাইফুন অগ্রসর হচ্ছে। দেশটির ঘনবসতিপূর্ণ রাজধানীতে এর প্রভাবে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি আবহাওয়া কেন্দ্র জানায়, টাইফুন নক-টেন রোববার পূর্বাঞ্চলীয় দ্বীপ প্রদেশ কাতান্ডুয়ানেসে আঘাত হানে। এটি সোমবার ঘন্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার (১৪৩মাইল) বেগে ফিলিপাইনের মূলকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে বলে পূর্বাভাসে বলা হয়। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ফিলিপাইনের রাজধানী বাসিন্দাদের বড়দিনের ছুটি বানচাল হয়ে গেছে। বেসামরিক প্রতিরক্ষা দপ্তর থেকে বলা হয়েছে, ঝড়ের আশঙ্কায় ২ লাখ ১৮ হাজারের বেশি লোক ইতোমধ্যেই তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ৪৮টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। খ্রিষ্টানপ্রধান দেশটিতে অসময়ের এই টাইফুন বড়দিনের আনন্দকে ম্লান করে দিয়েছে। ঝড়ের আঘাত হানার আগেই সরকারের পক্ষ থেকে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি আবহাওয়া কেন্দ্র জানায়, সোমবার বিকেলে দেশটির প্রধান দ্বীপ লুজন দিয়ে বয়ে যাওয়ার আগে ঝড়টি দিনের শেষে নক-টেন ম্যানিলা ও এর আশপাশের এলাকাগুলোতে আঘাত হানতে পারে। বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, রাজধানীতে ‘ভারী থেকে ব্যাপক বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদীগুলো প্লাবিত হওয়ার আশঙ্কায় উদ্ধারকারী নৌযানগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। কোস্টগার্ড রোববার অবকাশ যাপনকারীদের ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় সৈকতগুলো ছেড়ে যাবার নির্দেশ দিয়েছে। রাজধানী সমুদ্র উপকূলীয় বস্তি বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাবার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। ফিলিপাইনে বছরে প্রায় ২০টি টাইফুন বা এর চেয়ে কম শক্তিশালী ঝড় আঘাত হানে। এতে প্রতি বছর কয়েকশ’ লোক প্রাণ হারায়। ২০১৩ সালের নভেম্বর মাসে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ৭ হাজার ৩৫০ জন প্রাণ হারায় বা নিখোঁজ হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে