‘ভালোবাসার সিলমোহর’ ও ‘ভাবতরঙ্গের আলো’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হলো

0
55

কবি রাসেল আশেকীর ‘ভালোবাসার সিলমোহর’ ও ‘ভাবতরঙ্গের আলো’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলায় ‘ভালোবাসার সিলমোহর’ ও ‘ভাবতরঙ্গের আলো’ শিরোনামে আমার দুটি কবিতাগ্রন্থের মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠিত হলো রবিবার বিকাল চার ঘটিকায়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বই দুটি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও অভিব্যক্তি প্রকাশ করেছেন এ সময়ের সাহিত্য-শিল্পের একঝাঁক আলোকিত মুখ।

কবি ও অনুবাদক ইউসুফ রেজার সঞ্চালনায় আলোচনা করেন কবি ও কবিতাচর্চা সম্পাদক বদরুল হায়দার, কবি ও লেখক প্রত্যয় জসীম, কবি নাভেদ আফ্রিদী, কবি হানিফ খান, কবি ও নোঙর বাংলাদেশ এর সভাপতি সুমন শামস এবং কবি ও পয়েম ভেইন প্রতিষ্ঠাতা গীরিশ গৈরিক।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও কথাশিল্পী চঞ্চল আক্তার,
কবি ও সংগঠক রাশেদ হাওলাদার, কবি ও গীতিকার কাজী বর্ণাঢ্য, লেখক ও সাংবাদিক রণজিৎ সরকার, কবি ও সমালোচক মাঈন সরকার, কবি মোহাম্মদ মনিরুজ্জামান, কবি ও চলচ্চিত্র নির্মাতা সুমন মুস্তাফিজ, কবি ও সংস্কৃতিকর্মী আমিনুল হক চৌধুরী, লেখক-সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নবাব আমিন প্রমুখ।

কবিতাগ্রন্থ দুটি প্রকাশ করেছে অনলাইন প্ল্যাটফর্ম ‘শান্তির প্রবেশ’। পরিবেশক পাঠক সমাবেশ, উৎস প্রকাশন, কবিতাচর্চা, চর্চা গ্রন্থ প্রকাশ ও রকমারি ডট কম। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন প্রিয় চিত্রশিল্পী ধ্রুব এষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে