করোনায় আক্রান্ত আকরাম খান

0
10

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

শুক্রবার (৯ এপ্রিল) কোভিড পরীক্ষা করালে সন্ধ্যা রিপোর্ট পজেটিভ আসে।

জানা যায়, গত কয়েকদিন ধরে গলাব্যথা ও ঠাণ্ডায় ভুগছিলেন আকরাম খান। করোনার লক্ষণ বলে সন্দেহ হলে তিনি পরীক্ষা করান এবং রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি বাসাই আইসোলেশনে আছেন। আজ শনিবার (১০ এপ্রিল) তার স্ত্রী সাবিনা আকরামের করোনা টেস্ট করা হবে আজ। তাদের দুই সন্তানকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে বলেও জানা গেছে।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আকরাম খান। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে