করোনার টিকা সংকটে মুম্বাই, লকডাউন জারি

0
15

করোনার সংক্রমণ তীব্র রূপ নেওয়া এবং টিকার ঘাটতির কারণে লকডাউন জারি করা হয়েছে ভারতে করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে।

রাজ্যে সপ্তাহের শেষদিন শনিবার (১০ এপ্রিল) এ লকডাউন জারি করা হয়।

গত মার্চ মাসের শেষ দিক থেকেই প্রতিদিন এক লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হচ্ছে দেশটিতে। এ অবস্থায় অনেক রাজ্যই করোনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছে। সংক্রমণ এড়াতে মহারাষ্ট্র ও রাজধানী মুম্বাইয়ে সব রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পাঁচজনের বেশি লোক একত্রে জড়ো হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ থেকে পরবর্তী সপ্তাহের শুরু পর্যন্ত ছুটির দিনগুলোতে এ লকডাউনে থাকতে হবে মহারাষ্ট্রবাসীকে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবেন না।

এদিকে রাজ্যের সাড়ে ১২ কোটি জনসংখ্যার বিপরীতে এ পর্যন্ত মাত্র ৯ কোটি ৪০ লাখ ডোজ করোনার টিকা সরবরাহ সম্ভব হয়েছে। মুম্বাইয়ে বৃহস্পতিবার ৭১টি বেসরকারি হাসপাতালের মধ্যে ২৫টিতে টিকা সরবরাহে ঘাটতি ছিল। টিকা উৎপাদন নিয়ে তীব্র চাপের মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে