হাইমচরের মেঘনায় জাটকা ধরায় ১৬ জেলে আটক

0
22

জেলার হাইমচরের মেঘনা নদীতে শনিবার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলা প্রশাসন, টাস্কর্ফোসও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে জাটকা ধরার অপরাধে ১৬ জেলেকে আটক করেছে।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, যৌথ এ অভিযানে ১৬ জেলে, ২টি নৌকা , ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি ঝাটকা জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলো , চাঁদপুর জেলার লক্ষীপুর গ্রামের শামছুল বেপারী ছেলে মনির হোসেন বেপারী, জাকির হোসেন, মোক্তার হোসেন, মৃতঃ হাসেম শেখের ছেলে মনির শেখ, আবু তাহের গাজীর ছেলে মাছুম গাজী, মোঃ হারুন গাজীর ছেলে শাওন গাজী, চাঁদপুর পুরান বাজার এলাকার শামছুল খানের ছেলে মনির হোসেন, হাইমচর উপজেলার চরভৈরবীর জালিয়াচরে মোস্তাফা বেপারী ছেলে রিয়াজ বেপারী, খালেক গাজী ছেলে রিপন গাজী, লক্ষীপুর জেলার বালুরচরের হাসিম খানের ছেলে সুমন খান, হয়রত আলী ছেলে বিল্লাল, চরআবাবিল এলাকার আলী গাজীর ছেলে পারভেজ, আবুববক্কর মালতের ছেলে সিরাজ মালত, জালিয়াচরের মৃতঃ জলিল বেপারী ছেলে সোবাহান,সেলিম দেওয়ানের ছেলে বিল্লাল দেওয়ান।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান,যৌথ এ অভিযানে ১৬ জেলে ,২টি নৌকা, ৫হাজার মিটার কারেন্ট জাল,ও ২০ কেজি ঝাটকা জব্দ কর হয়েছে।গতরাত ১১টায় আটক জেলেদের মধ্যে ১৪ জনকে ১ বছর করে সশ্রম কারাদন্ড ও ২ জেলেকে ৫হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।জাল নদীর তীরে আগুনে পুড়িয়ে ফেলা হয় আর জাটকাগুলো সকালে এতিমখানা ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে