নব জাগরণের গান

0
42
আমার কথা…
নাড়ীর টানে বাড়ি ফেরা
ঐতিহ্য আজ ছ্যাড়াবেড়া
শুনছো কী ও মনা; নষ্টজনেরা।
ভূমি দস্যুদের কথা….
“শ্বশুরবাড়ির আকাশ
আর মামার বাড়ির বাতাস
বুঝেও অবুঝ লক্ষীসোনা
খালটা কোথায় গিলতে মানা !
আমার কাছে দায়িত্ব এলে
একদিন সবাই অক্কা পেলে
খালটা নদী বানাই দিমু কিন্তু
ও ভাই খলটা নদী বানাই দিমু!
তবে, খালটা আগে খামু
মামা,খালটা এবার খামু”।
নব প্রজন্মের কথা…
“নদীর বুকে মালিকানা দাবী
ছলচাতুরী আর কত দেখাবি
সামনে দেখছি ঘোর অন্ধকার
ঘিরে ফেলছে কালসমন
তাদের উচিত বিচার চাই
এবার তাদের উচিত শিক্ষা চাই
যাহা ভাবছিলো সুখের কারবার
তাহায় হোক এবার জ্বালা যণ্ত্রনার।
নদী আমাদের মা
ভূমিদস্যুদের হতে দেবে না
না! না! না! কস্মিনকালেও না
কোনক্রমে ভূমিদস্যুদের হতে দেবে না!
জাগো বাহে কুণ্ঠে সবাই
সোনালী প্রভাত আনবোই সবাই
সুন্দর আগামী রচনার পানে
আর নবজাগরণের গানে গানে।
বাউল কবি সূফী আনিস. কার্যনির্বাহী সদস্য নোঙর, বাংলাদেশ।

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে