নোঙর-সাভার উপজেলা ইউনিটের পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হলো সাদুল্লাহপুর থেকে

0
80
নোঙর -সাভার উপজেলা ইউনিটের পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হলো সাদুল্লাহপুর থেকে

আবুল খায়ের ভুঁইয়া (প্রতিবেদক): নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ দেশজুড়ে ধারাবাহিক ভাবে এক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করছে।

শুক্রবার, সকাল ১০টা থেকে দুপুর ১২.৪০মিনিট পর্যন্ত বিরুলিয়ার সাদুল্লাহপুর বাজার হয়ে খেয়াঘাট পর্যন্ত নোঙর-সাভার উপজেলা শাখার এ পরিচ্ছন্ন অভিযান একটানা চলতে থাকে।

নোঙর-সাভার উপজেলা শাখার আহবায়ক সজীব ঘোষ বলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস এর আহবানে দেশের সকল নদ-নদী, খাল-বিলসহ সকল জলাধার এবং পরিবেশ দুষণ রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা দেশের প্রত্যেকটি জেলায় এ পরিচ্ছন্নতা অভিযান চলমান রেখেছে।

নোঙর-সাভার উপজেলা ইউনিটের আহব্বায়ক-সজিব ঘোষ বলেন, এখন থেকে প্রতি সপ্তাহের ছুটির দিনে সাভার উপজেলার প্রতিটি ওয়ার্ডে ইউনিট গঠন করার মাধ্যমে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযন অব্যাহত রাখবো।

নোঙর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস সাভার উপজেলা ইউনিটের উদ্যোগে কর্মসুচিতে অংশগ্রহণ করা সকল সদস্যদের বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকল জেলা শাখা নেতা কর্মীদের প্রতি এ অভিযান পরিচালনার আহবান জানান।

সাদুল্লাপুর বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য-মোঃ মাজেদুল হক মাজেদ, নোঙর-সাভার উপজেলা ইউনিটের আহব্বায়ক-সজিব ঘোষ, সদস্যসচিব-আবুল খায়ের ভুঁইয়া, সাধারণ সদস্য- রনি ঘোষ, শিমুল সরকার, প্রজ্বল কোরাইয়া, পিযুস সরকার, আলী আকবর ও মোঃ মকুল মিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে