বিটিভিতে নোঙর’র কীর্তনখোলা নদী অনুসন্ধান প্রচার হবে কাল শুক্রবার

0
102

নদী নিরাপত্তার ধারাবাহিক প্রামাণ্যচিত্র নোঙর-৯০তম পর্ব: কীর্তনখোলা নদী বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওর্য়াল্ড একযোগে সম্প্রচার করবে।

আগামীকাল শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১, সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠানটি পুণ;প্রচার হবে শনিবার, সকাল ১১:১০ মিনিটে।

চাইম ব্যান্ডের খালিদ’র কন্ঠে গাওয়া : ‘কীর্তনখোলা নদী আমার’ গানের তালে তালে এ পর্বে তুলে ধরা হয়েছে ঢাকা-বরিশাল জেলার নৌপথের নিরাপত্তা প্রসঙ্গে একজন জাহাজ চালকের বিশেষ স্বাক্ষাতকার এবং বরিশাল জেলার কীর্তনখোলা নদী এবং নদী অববাহিকার বিভিন্ন চিত্র।

বিশেষ করে বরিশাল শহরের ভেতর দিয়ে একসময় ২৪টি খাল প্রবাহমান ছিলো যা এখন মাত্র দুটি ড্রেনে রুপান্তর হয়েছে। এ ছাড়াও চরকাউয়া খেয়াঘাটের ব্যবস্থাপনা, যাত্রীদের সুবিধা অসুবিধা নিয়ে স্থানীয়দের বক্তব্য উপস্থাপন করা হয়েছে।

বরিশাল নৌবন্দর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন উন্নয়ন, নদীর জেলে, মাঝি, কৃষক, শ্রমিকসহ কীর্তনখোলা নদীর পাড়ে হতদরিদ্রদের বাস্তবতা তুলে ধরা হয়েছে এবারের পর্বে।

সুমন শামস এর পরিকল্পনা, গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় ও নাসির উদ্দিনের প্রযোজনায় নোঙর প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার সকাল ১১টায় সম্প্রচার হয়।

বি:দ্র: প্রধানমন্ত্রীর বিশেষ সরাসরি অনুষ্ঠান এং সংসদ অধিবেশন থাকলে সময় পরিবর্তন হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে