ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলা

0
35

 জেলার নতুন সেনুয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় খেলা। শনিবার বিকেলে খারুয়া ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠে ঘোড়দৌড় খেলার আয়োজন করে স্থানীয় যুবকরা।

আয়োজকরা জানান, বগুড়া, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁওসহ ২০টি জেলা থেকে ঘোড়দৌড় প্রতিযোগী অংশ নিয়েছে। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজার-হাজার দর্শক। ঠাকুরগাঁও জেলা শহর থেকে দেখতে আসা দর্শনার্থী রফিকুল ইসলাম বলেন, আমি আগে কখনো ঘোড়াদৌড় খেলা দেখিনি, তাই এখানে দেখতে এসেছি, আমার কাছে এটি নতুন অভিজ্ঞতা ও এক অন্যরকম ভালোলাগা অনুভূতি।

ভুল্লী থেকে ঘোড়দৌড় খেলা দেখতে আসা নাজিয়া ফেরদৌস জানান, ঘোড়দৌড় খেলা শুধু বাপ-দাদার কাছে গল্প শুনেছি কখনো চোখে দেখেনি, তাই দেখতে আসা। এই খেলার আয়োজন করেছেন এখানকার স্থানীয় যুবকরা। তারা চমৎকার একটি উদ্যোগ নিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে