করোনায় বিশ্বে একদিনে শনাক্ত সাড়ে ৪ লাখ, মৃত্যু ১০ হাজার

0
11
করোনার নতুন ধরন ইতোমধ্যে ৩১টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত একদিনে বিশ্বব্যাপী চার লাখ ৭০ হাজার লোক শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৯ লাখ ৪০ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী করোনায় মারা গেছে ৯ হাজার ৯শ’ জনের। এতে মোট মৃত্যু ১৮ লাখ ছাড়িয়েছে।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। জন্স হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই কোটি এক লাখ ২৮ হাজার ৬৯৪ জন। মৃত্যু হয়েছে ১৮ লাখ ২৭ হাজার ৫৪৪ জনের।

এরপরেই করোনা শনাক্তের হিসেবে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক কোটির বেশি লোক।

এদিকে এরই মধ্যে ৩১ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন। এই ধরন আগের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। এতে নতুন করে ফের বিশ্বব্যাপী শঙ্কা বাড়ছে। এ নিয়ে বিভিন্ন দেশে নানা বিধি নিষেধ জারি করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে