আজ বিটিভিতে নোঙর-৮৭তম পর্ব : মধুমতি নদী সম্প্রচার।

0
135

আজ ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার, সকাল ১১ ঘটিকায় ‘বিটিভি’র নদী ও পরিবেশ বিষয়ক ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘নোঙর-৮৭তম পর্ব’ সম্প্রচার হবে।

এ পর্বে গোপালগঞ্জ জেলার মধুমতি ও এর শাখা বাঘিয়ার নদীর অতীত ও বর্তমান পরিবেশ অনুসন্ধান করেছে নোঙর।

বঙ্গবন্ধুর শৈশব কৈশোরের মধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্টিমার ঘাটের বতর্মান চিত্র তুলে ধরা হয়েছে এ পর্বে। টুঙ্গীপাড়ার বাঘিয়ার নদীর পাড়ের গ্রামে ঘুরতে ঘুরতে ৯০ বছর বয়সী এক প্রবীণ জনাব রাজ্জাক শেখ বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলি স্বীকার করে বিভিন্ন ঘটনানার স্মৃতি চারণ করেন।

মধুমতি নদীর জীববৈচিত্র, প্রকৃতি ও প্রতিবেশের ভার্সাম্য ঠিক রাখার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জন্ম বাষির্কী উপলক্ষে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছে জেলা শাখার নোঙর পরিবারের সদস্য বৃন্দ।

এ পর্বে কথা বলেছেন নোঙর-গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক জনাব শেখ মেহেদী হাসান, স্থানীয় সংগঠন, জেলে, মাঝিরা।

সুমন শামস এর পরিকল্পণা, গ্রন্থনা, গবেষণা ও উপস্থাপনায় এবং নাসির উদ্দিনের প্রযোজনায় প্রতি মাসের তৃতীয় শুক্রবার সকাল ১১ ঘটিকায় বিটিভি ও বিটিভি ওর্য়াল্ড চ্যনেলে একযোগে সম্প্রচার করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে