ভারতে ফের একদিনে করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড

0
128
ভারতে ফের একদিনে করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড।

ফের একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড হলো ভারতে । দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬ হাজার ৪৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৯ জন। করোনায় আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৬৯ হাজার ৫৬১ জন । দেশটিতে এ পর্যন্ত ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩১ লাখের বেশি মানুষ।

সর্বোচ্চ করোনা সংক্রমণের দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল।

এদিকে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস’র প্রধান ড. রণদীপ গুলেরিয়া ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ভারতের কোনো কোনো জায়গায় করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে