কম বাজেটের সিনেমা অনলাইনে মুক্তিই ভালো!

0
147
কম বাজেটের সিনেমা অনলাইনে মুক্তিই ভালো!

বর্তমানে অনলাইন প্লাটফর্মে সিনেমা মুক্তি যেন আরো বেশি জনপ্রিয় হয়েছে। কেননা দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে বিশ্বের প্রায় সব প্রেক্ষাগৃহ। ফলে মুক্তি অপেক্ষায় থাকা সিনেমা গুলো মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটটফর্মে।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী ও রাধিকা আপ্তে অভিনীত ছবি ‘রাত আকেলি হ্যায়’। যার গল্পটি টানছে অধিকাংশ দর্শকদেরই। কম বাজেটের সিনেমা হওয়া স্বত্ত্বেও যেন কোন অংশে ছাপ পড়েনি এর কাহিনীতে।

এ বিষয়ে বলিউড হাঙ্গামাতে দেওয়া এক সাক্ষাতকারে নওয়াজ উদ্দিন সিদ্দিকী জানান, সিনেমা যদি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় তবে সেক্ষেত্রে এর বাজেট ১০০-১৫০কোটি রুপি হওয়া জরুরি। তবে অনলাইনে মুক্তি দেবার জন্য সিনেমার বাজেট তেমন জরুরি না। প্রেক্ষাগৃহে ভাল এবং স্বল্প বাজেটের ছবিগুলি তেমন স্ক্রিন পায় না এবং পেলেও সেটি সকাল ১১টা কিংবা রাত ১১ টার শো পায়। তবে অনলাইনের ক্ষেত্রে সেটি হয় না।

এ কারণেই নওয়াজ মনে করেন যেকোন বাজেটের সিনেমার জন্য এখন অনলাইন প্লাটফর্ম জনপ্রিয়।তবে কম বাজেটের ছবির জন্য অনলাইনই উত্তম!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে