অভিবাসীর সংখ্যা কমাতে কুয়েতে নতুন আইন, বিপাকে ৮ লাখ ভারতীয়

0
211

অভিবাসীর সংখ্যা কমাতে নতুন আইন করতে যাচ্ছে কুয়েত। ইতোমধ্যে কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলি কমিটি একটি সংরক্ষণ বিলের খসড়ায় অনুমোদন দিয়েছে। খসড়া বিল আইন হিসেবে পাশ হলে কুয়েত ছাড়তে হবে অন্তত ৮ লাখ ভারতীয়কে।

ওই বিলের বিলের প্রস্তাব অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ ভারতীয় কুয়েতে থাকতে পারবেন। অন্যান্যদের ছাড়তে হবে কুয়েত। তবে দেশটির নতুন আইনে শুধু ভারতীয় না অন্যান্য দেশের প্রবাসীদেরও কুয়েত ছাড়তে হবে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশটিতে তেলের ব্যবসায় ধস নেমেছে। সেইসঙ্গে দেশটিতে প্রবাসীদের মধ্যে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে গত মাসেই কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদ আল সাবা প্রবাসীদের পরিমাণ ৭০ থেকে ৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেন।

কুয়েতের জনসংখ্যা ৪৩ লক্ষের কাছাকাছি। তার মধ্যে মাত্র ১৩ লক্ষ দেশের নাগরিক। বাকি ৩০ লক্ষই প্রবাসী! প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় অংশ হল ভারতীয়েরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে