সদরঘাটে অসহায়দের জন্য মাসব্যাপী ইফতার ও সেহেরি

0
383

রাজধানীর সদরঘাটে এলাকায় বসবাসকারী অসহায় ও দরিদ্র মানুষের জন্য রমজানের শুরু থেকে ইফতারের আয়োজন করে আসছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দর। ইফতারের পাশাপাশি সোমবার রাত থেকে এসব মানুষের জন্য সেহেরির ব্যবস্থা করেছে সংস্থাটি।

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সকল খাবার হোটেল বন্ধ থাকায় এবং রাতে রান্না করে খাওয়ার সুযোগ সীমিত থাকায় অনেকেরই সেহেরির অভাবে রোজা রাখতে সমস্যা হচ্ছে।

আরিফ উদ্দিন বলেন, ‘অন্যান্য বছরে যাদের সেহেরি স্থানীয় হোটেল বা লঞ্চের কেন্টিন থেকে সম্পন্ন হতো। হঠাৎ করে লকডাউনের ফলে যারা বাধ্য হয়ে সদরঘাট এলাকাতেই অবস্থান করছেন, সেহেরির অভাবে তাদের রোজা রাখতে সমস্যা হচ্ছে। তাই আজ (সোমবার) থেকে বিশেষ আয়োজনে শুরু হলো ভিন্ন সংস্কৃতির এই সদরঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দর টার্মিনালে অসহায়দের মাঝে ইফতারের পাশাপাশি সেহেরি বিতরণ কর্মসূচি। যা আজ থেকে পুরো রমজান মাসব্যপী চলবে ইনশাল্লাহ।’

বুড়িগঙ্গা নদী এবং ঢাকা সদরঘাট এলাকা কাজ করে যে সকল দরিদ্র মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন, চলমান সাধারণ ছুটির শুরু থেকেই তাদের জন্য নানা আয়োজন করছে সংস্থাটি। এবিষয়ে আরিফ উদ্দিন বলেন, ‘বুড়িগঙ্গা আর বন্দর নির্ভর নানা শ্রেণির দিনমজুর, শ্রমিক, ছিন্নমূল, ভবঘুরের জীবন জীবিকা নানা প্রক্রিয়ায় নির্বাহ হয় এখানে। করোনা পরিস্থিতিতে একেবারে থামকে গেছে চমকে গেছে শহরের এই অন্যতম ব্যস্ততম জনপদ। করোনাজনিত ছুটির শুরু থেকেই কর্মহীন এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিআইডব্লিউটিএ। এরই মধ্যে পাঁচ দফায় ত্রাণ বিতরণ করা হয়েছে। ইউনাইটেড প্রুপের সহযোগিতায় মজার স্কুলের তত্ত্বাবধানে বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে ছুটি শুরু থেকে রোজার আগ পর্যন্ত প্রতিদিন দুপুরে রান্না করা খাবার বিতরণ ও রোজার শুরুর দিন থেকে ইফতার বিতরণ কর্মসূচি চলছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে