ইয়েমেনে বন্দিশালায় নারীদের চিৎকার

0
298
পালিয়ে কায়রোতে আশ্রয় নেয়া এক নারী

ইয়েমেনে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা একের পর এক নারী হারিয়ে যাচ্ছেন৷ পরিবারের পক্ষ থেকে শুধু বলা হচ্ছে, তাঁরা বেড়াতে গেছেন৷ কিন্তু কোথায় গেছেন বা কবে ফিরবেন সে বিষয়ে মুখ খুলছেন না কেউ৷

সাহসী নারী, যারা শাসকদের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পান না, ‍তাদের তো বটেই, এমনকি জনগণের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলা নারীরাও হুতিদের দমন-নিপীড়নের শিকার হচ্ছেন৷

সামেরা আল-হুরির অভিজ্ঞতা

রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল হুতি বিদ্রোহীদের দখলে৷ তাদের কয়েকজন কর্মকর্তা একদিন হঠাৎ করে রাজধানীতে সামেরা আল-হুরিদের বাড়িতে হানা দেয় এবং তাকে ধরে নিয়ে যায়৷

তারা সামেরাকে একটি স্কুলের বেজমেন্টে নিয়ে যায়৷ সেখানে আরো কয়েকজন নারীকে আগে থেকেই বন্দি করে রাখা হয়েছিল৷ জিজ্ঞাসাবাদের সময়ে তাঁকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলা হতো, দেয়া হতো ইলেক্ট্রিক শক৷ চলতো আরো নানা শারীরিক নির্যাতন৷ তাকে মৃত্যুদণ্ডও দিয়ে দেওয়া হয়েছিল৷ একেবারে শেষ মুহূর্তে তা বাতিল হয়৷

৩৩ বছর বয়সি সামেরা আল-হুরিকে তিন মাস হুতি বিদ্রোহীরা বন্দি করে রাখে৷ পরে ক্যামেরার সামনে তাকে পতিতাবৃত্তিতে জড়িত থাকার স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়৷ ইয়েমেনে পতিতাবৃত্তি আইনের চোখে অপরাধ৷

সংবাদ সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সামেরা আল-হুরি নিজের ওই অভিজ্ঞতার বর্ণনা দেন৷ জানান, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা তাইজ স্ট্রিটে বিভিন্ন বাড়ি ও স্কুলে নারীদের বন্দি করে রাখার গোপন সেলগুলোর কথা৷

বলেন, ‘‘নানা শারীরিক নির্যাতনের পাশপাশি নারীদের ধর্ষণও করা হয়৷ সেখানে অনেকের অভিজ্ঞতা আমার চেয়েও খারাপ৷’’

২০১৯ সালের জুলাই মাসে কালাশনিকভ হাতে একদল মুখোশ পরা কর্মকর্তা সামেরাকে তুলে নিয়ে যায়৷ তিনি বলেন, “তাদের আয়োজন দেখে মনে হচ্ছিল আমি ওসামা বিন লাদেন৷ আমার অপরাধ, আমি তাদেরকে আমার সহযোদ্ধা মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে তথ্য দেওয়ার এবং গোয়েন্দাগিরি করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম৷”

সামেরাকে তাইজ স্ট্রিটের পরিত্যক্ত স্কুল দার আল-হিলাল-এ বন্দি করে রাখা হয়েছিল৷ তার সঙ্গে সেখানে দেশটির পরিচিত কবি বারদিস আসাইয়াঘিসহ আরো ১২০জন নারী বন্দি ছিলেন৷

তিনি বলেন, ‘‘বন্দি নারীদের মধ্যে স্কুলের শিক্ষক, মানবাধিকার কর্মী, এমনকি কিশোরীরাও ছিল৷ তারা আমার মাথা এমনভাবে টেবিলে ঠুকে দিতো যে, মুক্তির পর আমার চোখে অস্ত্রোপচার করাতে হয়েছে৷’’

সানার ‍অপরাধ তদন্ত বিভাগের প্রধান সুলতান জাবিন তাদের জিজ্ঞাসাবাদ করতেন জানিয়ে সামেরা আল-হুরি আরো বলেন, ‘‘জাবিন দেখতে সুন্দর মেয়েদের স্কুলের বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন৷’’

জাতিসংঘের বিশেষজ্ঞরাও জাবিনের গোপন একটি বন্দিশালা থেকে দৌড়ে বের হওয়ার প্রমাণ পেয়েছেন৷ সেখানে মেয়েদের ধর্ষণ করা হতো৷

নেতৃত্বে নারী

দীর্ঘ ঐতিহ্য ও নানা সামাজিক সুরক্ষা নীতির কারণে আগে ইয়েমেনে নারীদের জিজ্ঞাসাবাদের নামে নিপীড়ন করা যেতো না৷ কিন্তু গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ওই সব নিয়মের বালাই এখন আর নেই৷

গত ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটির অনেক পুরুষ হয় মারা গেছেন বা জেলে রয়েছেন৷ ফলে রক্ষণশীলতা ভেঙে নারীরা এখন রাজনীতিতে আসতে শুরু করেছেন৷

অনেক সময় নারীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করছেন, মিছিলে নেতৃত্ব দিচ্ছেন৷ আন্তর্জাতিক নানা সংগঠনে কাজ করছেন, এমনকি দেশে শান্তি ফেরানোর উদ্যোগেও অংশ নিচ্ছেন৷

এমন একজন রাশা জারহুম৷ ‘পিস ট্র্যাক ইনিশিয়েটিভ’ এর প্রতিষ্ঠাতা এই নারী বলেন, ‘‘ইয়েমেনের নারীদের জন্য এটা সবচেয়ে অন্ধকার সময়৷ এক সময় এমনকি ট্রাফিক পুলিশ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য কোনো নারীকে আটকাতে পারতেন না৷ আটকালে তা লজ্জার বলে গণ্য হতো৷’’

অথচ এখন এক সানাতেই ২০০ থেকে ৩৫০ ‍জন নারীকে জিজ্ঞাবাদের নামে আটকে রাখা হয়েছে বলে ‍দাবি কয়েকটি মানবাধিকার সংস্থার৷ অন্যান্য প্রদেশের প্রকৃত অবস্থা বা সংখ্যা জানা আরো কঠিন৷

উইমেন ফর পিস ইন ইয়েমেন কোয়ালিশন- এর প্রধান নূরা আল-জারউই বলেন, রাজধানীর দক্ষিণে ধামার প্রদেশে আরো শতাধিক নারীকে বন্দি করা হয়েছে৷

হুতি বন্দিশালা থেকে মুক্তি পাওয়া নারীদের জন্য মিশরের কায়রোতে একটি আন্তর্জাতিক সাপোর্ট গ্রুপ পরিচালনা করেন আল-জারউই৷ তিনি ৩৩ জন নারীর কথা জানান, যারা হুতি বন্দিশালায় ধর্ষণের শিকার হয়েছেন৷ তাদের মধ্যে আটজন প্রচণ্ড নির্যাতনে প্রায় মরতে বসেছিলেন৷

এপির সাংবাদিকরা কায়রোতে এমন ছয়জন নারীর দেখা পেয়েছেন, যারা হুতি বন্দিশালা থেকে মিশরের কায়রো শহরে পালিয়ে যেতে সক্ষম হন৷

পরিবার পাশে দাঁড়ায় না

কায়রোতে পালিয়ে যাওয়া নারীদের একজন ইতিহাসের এক সাবেক শিক্ষিকা৷ ইয়েমেনে থাকা পরিবারের সুরক্ষার স্বার্থে তিনি নিজের নাম প্রকাশ করতে চান না৷ তিনি বলেন, ২০১৭ সালের ডিসেম্বরে বিক্ষোভ সমাবেশ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়৷ সানার কাছেই কোনো একটা বাড়িতে তাকে রাখা হয়েছিল৷তার সঙ্গে ওই বাড়িতে আরো প্রায় ৪০ জন নারী বন্দি ছিলেন৷

‘‘রাতের বেলা আমি শুধু কুকুরের ডাক শুনতে পেতাম৷ মনে হতো এত দূরে আছি, যেন পৃথিবীতেই নেই৷

‘‘একবার আমার পায়ের নখ উপড়ে নেওয়া হয়েছিল৷ কর্মকর্তারা আমাকে ধর্ষণ করেছে৷ ধর্ষণের সময় নারী কারারক্ষীরা আমাকে চেপে ধরে রেখেছিল৷’’

২০১৮  সালের মার্চে তাঁকে একটি ফ্লাইওভারের নীচে ফেলে যাওয়া হয়৷ লজ্জায় তাঁর পরিবার তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়৷

‘‘আমার পরিবার মনে করে, যেহেতু আমি বিক্ষোভ করতে বাইরে গেছি, তাই এটা আমার পাওনা ছিল৷ আমার বিরুদ্ধেও পতিতাবৃত্তির অভিযোগ দায়ের করা হয়৷’’

হুতি সরকারের অস্বীকৃতি

তবে হুতি সরকারের মানবাধিকারমন্ত্রী রাদিয়া আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলেন, “যদি এসব অভিযোগ সত্য হয় তবে আমরা এ সমস্যার সমাধান করবো৷’’

হুতি মন্ত্রিসভার দুই নারী মন্ত্রীর একজন তিনি৷ তবে তিনি স্বীকার করেছেন, পতিতাবৃত্তি দমন অভিযানে কয়েকটি ক্যাফে, অ্যাপার্টমেন্ট এবং নারীদের সমাবেশ থেকে কয়েকজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ বলেন, “তারা সমাজকে অপরাধগ্রস্ত করেছে এবং শত্রুপক্ষের হয়ে কাজ করছে৷’’

২০১৭ সালের শেষ দিকে হুতিরা তাদের এক সময়ের মিত্র সাবেক শাসক আলি আব্দুল্লাহ সালেহকে হত্যা করে৷ সালেহর মৃতদেহ ফিরিয়ে দেওয়ার দাবিতে ওই সময় নারীরা কয়েকটি জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছিল৷ তারপর থেকেই মূলত নারীদের বিরুদ্ধে বড় ধরনের দমন অভিযান শুরু হয়৷

আল-জারউই বলেন, ‘‘প্রথমে তারা বিরোধীদলের নেতাদের, তারপর বিক্ষোভকারীদের এবং এখন তাদের বিরুদ্ধে কথা বলা যে কোনো নারীকে আটক করতে শুরু করেছে৷’’

আরেক নারীর অভিযোগ, তাকে ট্যাক্সি থেকে জোর করে নামিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রচুর মারধর করা হয়৷ লন্ডন ভিত্তিক একটি মানবাধিকার প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে সানা পুলিশ স্টেশনে কয়েক সপ্তাহ আটকে রাখা হয় বলে দাবি করেন তিনি৷

৪৮ বছরের কম্পিউটার শিক্ষিকা বলেন, ১৮ জন অস্ত্রধারী তাঁর বাড়িতে হানা দিয়ে বাড়ির সবাইকে পেটায় এবং তাকে যৌন নির্যাতন করে৷

তিনি বলেন, ‘‘আমি রাজনীতি করি না৷ কিন্তু সরকার মাসের পর ‍মাস বেতন দিচ্ছে না- এ কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম৷ তাতেই আমার ও পরিবারের উপর এমন নির্যাতন নেমে আসে৷’’

ওই ঘটনার পর পরিবার নিয়ে মিশরে পালিয়ে গেছেন তিনি৷

ইয়েমেন থেকে কায়রোতে পালিয়ে যাওয়া নারীরা পরষ্পরকে সাহায্য করছেন এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছেন৷ তারা মাঝে মধ্যে সন্তানদের নিয়ে একজায়গায় জড়ো হন, খাবার খান এবং সুসময়ের স্মৃতি রোমন্থন করেন৷

আল-হুরি রাতে ঘুমাতে পারেন না৷ বলেন, ‘‘সেখানে এখনো অনেক নারী বন্দি আছেন৷ চোখ বুঁজলে আমি তাদের চিৎকার শুনতে পাই৷ আমি শুনতে পাই তারা চিৎকার করে বলছে, সামেরা আমাদের এখান থেকে নিয়ে যাও৷’’ (এপি)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে