যুক্তরাষ্ট্রের গ্রিণ কার্ড বন্ধ করলেন ট্রাম্প

0
297

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউনের কারণে বেকার হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার গ্রিন কার্ড অস্থায়ীভাবে বন্ধের বিষয়ে একটি নির্বাহি আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের স্বাক্ষর করা হয় ওই নির্বাহি আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে ৬০ দিন অথবা এর চেয়ে বেশি সময় ধরে বন্ধ থাকতে পারে গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজের সুযোগ বাড়ানোর জন্যই বন্ধ করা হয়েছে গ্রিন কার্ড। এ নিয়ে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলণে ট্রাম্প বলেন, আমাদের অর্থনীতি পুনরায় চালু হলে যে কোন জায়গা থেকে আসা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজ নিশ্চিত করবে এই সিদ্ধান্ত। তবে গ্রিন কার্ড বন্ধ হলেও যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা চালু থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে