সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

0
310
ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ। ফাইল ছবি

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। কবে আবার মাঠে বসে খেলা দেখতে পারবে তারও কোন নিশ্চয়তা নেই। তবে স্থবির হয়ে পড়া ক্রীড়াবিশ্ব খোলস থেকে বের হওয়ার পদক্ষেপ নিচ্ছে একটু একটু করে। ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর দলগুলো অনুশীলনে ফেরার সময় ঠিক করে এগোচ্ছে। এরমাঝেই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই মাঠে ফেরানোর সময় জানিয়ে দিল তারা।

আগামী সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্ব শুরু করতে চায় কনমেবল। প্রথম দুই রাউন্ড স্থগিত হয়ে গেছে। সেটা পরে হবে নতুন সূচি ঠিক করে। আপাতত সামনের সূচি ধরে আগাবে ম্যাচ। লাতিন অঞ্চলের ফেডারেশনগুলোর সঙ্গে ভিডিও বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে মহাদেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

যদিও নির্দিষ্ট কোনো তারিখ বলেনি কনমেবল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ৪ থেকে ৮ তারিখের মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে লিওনেল মেসি, ব্রাজিলকে নিয়ে নেইমার, উরুগুয়েকে নিয়ে লুইস সুয়ারেজের মাঠে নামার একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শুধু।

স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকা আগামী বছরের ১১ জুন থেকে আয়োজনের কথাও জানিয়েছে কনমেবল। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি একই সময়ে চলতি বছর হওয়ার কথা ছিল। করোনায় স্থগিত হয়ে গেছে আসর। স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডও সামনের বছরের জুনে করতে চায় অঞ্চলটি, কোপার ঠিক আগে আগে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে