প্রায় ২৫ হাজার কয়েদিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

0
255

বার্মিজ নববর্ষ উপলক্ষে এই কয়েদিদের ক্ষমা করে দেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর৷ কারাকর্তৃপক্ষ দাবি করছে, এই উদ্যোগ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নেয়া হয়নি৷ 

বার্তা সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট উইন মিইন্টের দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষমা পেতে যাওয়া মোট কয়েদির সংখ্যা ২৪ হাজার ৮৯৬ জন৷ এর মধ্যে ৮৭ জন বিদেশি৷

‘‘দেশের নাগরিকদের একটি খুশির উপলক্ষ দেয়া এবং মানবিক দিক বিবেচনা করে” এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মিইন্ট৷

তবে এই আসামীরা কী ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তা জানা যায়নি৷

এদিকে, কয়েদিদের মুক্তি দেয়ার সঙ্গে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কোনো সম্পর্ক নেই বলে রয়টার্সের কাছে দাবি করেছেন কারাগার কর্তৃপক্ষ৷ চীনের এই প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত ৮৫ জন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং চারজন মারা গেছেন৷ 

এদিকে, খবর পেয়ে ইয়াঙ্গুনের ইনসাইন কারাগারের সামনে করোনা পরিস্থিতির নিষেধাজ্ঞা উপেক্ষা করে জড়ো হয়েছেন আসামীদের স্বজনেরা৷

মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে, মিয়ানমারের কারাগারগুলোতে ৯২ হাজার কয়েদি আছেন, যাদের অনেকেরই বিচার চলছে৷ নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ এ মাসের শুরুতে কোভিড-১৯ ছড়িয়ে পড়া ঠেকাতে মিয়ানমারের কারাগারের জনসংখ্যা কমানোর তাগিদ দেয়৷ লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত সপ্তাহে সব রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করে৷ 

এ বছর মুক্তি পাওয়াদের ভেতর রাজনৈতিক মামলার শিকার কেউ আছেন কিনা তা এখনো জানা যায়নি৷ ২০১৬ সালে অং সান সুচির দল ক্ষমতায় যাওয়ার পর শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়৷ 

‘‘সরকার তাদের রাজনৈতিক বন্দি বলে না, কিন্তু আমরা ৭০ জনের একটি তালিকা দিয়েছি,” স্থানীয় মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের কর্মী অং মিও কিয়াও রয়টার্সকে বলেন৷

গত বছর মিয়ানমার প্রায় ২৩ হাজার কয়েদিকে ক্ষমা করে দেয়৷ তার আগের বছর মুক্তি দেয় আট হাজার জনকে৷ (রয়টার্স, এপি)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে