নাসিরনগরে ভ্রাম্যমান আদালতের ৩ জনকে জরিমানা ॥ দোকানের মালামাল জব্দ

0
255

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে ফাসের্মী,কাচাঁমাল পন্য ও মুদি দোকান ব্যতিত অন্যান্য দোকানা খোলা রেখে সংক্রামক ছড়ানোর দায়ে এক ব্যবসায়ীসহ ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার গোর্কণ ইউনিয়রে,নুরপুর গ্রামে এক চা-ষ্টল ব্যবসায়ীকে দোকান খোলা রাখার দায়ে ৪ হাজার জরিমানাসহ দোকানের মালামাল জব্দ করা হয়।

এছাড়া ২ জনকে মাস্ক না পড়ায় ৫‘শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেষ্ট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।


এব্যাপারে নিবার্হী ম্যাজিস্ট্রেষ্ট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সংক্রমণ রোগে(প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল)আইন২০১৮ এর ২৫(১)(খ) ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে