বরগুনায় জেলেদের চাল চুরি করায় চেয়্যারমান আলাউদ্দিন পল্টু আটক

0
416
চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জেলেদের ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়মের ব্যাপারে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে শনিবার দুপুর ১২টার দিকে কাকচিড়া ইউনিয়ন পরিষদ থেকে বরগুনা ডিবি আটক করেছে।

এসময় নৌবাহিনীর টহল টিম উপস্থিত ছিলেন।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহাবুদ্দিন সহ একাধীক সূত্র সত্যতা স্বীকার করেছেন।

এর আগে গতকাল জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের ভিক্তিতে সরেজমিনে গিয়ে প্রাথমিক সত্যতা পায় পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির।

তদন্তে আসা পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু চাল বিতরণ ব্যপকভাবে অনিয়ম করেছে। তার এলাকায় বরাদ্দকৃত ৪৪ মেট্রিকটন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিকটন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছে। বাকি সারে ২৭ মেট্রিকটন চাল বিতরণের কোন সঠিক প্রমাণ দিতে পারেনি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে