বিশ্বের এই ক্ষতির জন্য চীন দায়ী

0
284
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য চীনকে দায়ী করা হচ্ছে। আর এর ক্ষতি চীনকেই বহন করতে হবে।

মার্কিন সিনেটের প্রভাবশালী সদস্য, বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম এই কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্বের এই ক্ষয়ক্ষতির জন্য চীন দায়ী। তারা এই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।’

গ্রাহাম বলেন, ‘বিশ্বের এই তৃতীয় মহামারি চীনের কাঁচাবাজার থেকে এসেছ। যেখানে তারা বাদুর ও বানর বিক্রি করে। যেগুলো এই ভাইরাস বহন করে।’

মার্কিন এই সিনেটের দাবি করেন, এই ক্ষতির জন্য বিশ্বের উচিত চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া।

গ্রাহাম যোগ করেন, চীনকে উপর থেকে নীচ পর্যন্ত দেখতে হবে। আমাদের চিকিত্সা সরবরাহের চেইনটি ফিরে পেতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন লাখ ৬৭ হাজার ৬৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ হাজার ৯৪৩ জন। খবর: ফক্স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে