যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ৫১৮ জনের মৃত্যু

0
295
People cross the street in Times Square as rain falls on March 28, 2020 in New York City. - US President Donald Trump said on March 28, 2020 that he's considering a short-term quarantine of New York state, New Jersey, and parts of Connecticut. (Photo by Kena Betancur / AFP)

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ৫১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার জন হফকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। খবর এএফপি’র।


এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪০৯ জনে দাঁড়ালো। জন হফকিন্স বিশ্ববিদ্যালয়ের ডাটা থেকে জানা যায়, দেশটিতে একদিনে নতুন করে আরও ২১ হাজার ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবারে এ সংখ্যা ছিলো ২১ হাজার ৩০৯ জন।


যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে ইতালি, চীন ও স্পেনকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে।


রোববার দেয়া এক বিবৃতিতে গভর্ণর অ্যনড্রিউ কোমো জানান, নিউইয়র্ক রাজ্যে প্রায় ৬০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের এ রাজ্যতে সবচেয়ে বেশি মাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটির এ রাজ্যেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়।


সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের উপদেষ্টা সিনিয়র মার্কিন বিজ্ঞানী আ্যান্থনি ফৌসি রোববার পূর্বাভাস দেন যে, এই ভাইরাস সংকটে যুক্তরাষ্ট্রে ১থেকে ২লাখ লোক প্রাণ হারাতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে