এবার বৈধ পাসপোর্ট থাকলেও বাংলাদেশিদের ফেরত পাঠালো ভারত

0
367
বৈধ পাসপোর্ট থাকলেও বাংলাদেশিদের ফেরত পাঠালো ভারত। ছবি: এনডিটিভি

বৈধ পাসপোর্ট থাকলেও করোনা ভাইরাস আতঙ্কে এক দল বাংলাদেশিকে আটকে দিলো ভারত। তাদের ফের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ৪০ থেকে ৪৫ জনের বাংলাদেশি একটি দল ভারতে প্রবেশের জন্যে সীমান্তে যায়। ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সেই দলের অনেকেই জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছেন।

ফলে ত্রিপুরার আখাউড়া চেকপোস্টে ভারতে প্রবেশের জন্য হাজির হওয়া বাংলাদেশের ওই দলটির বৈধ পাসপোর্ট থাকলেও তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

পশ্চিম ত্রিপুরার জেলা নজরদারি কর্মকর্তা সংগীতা চক্রবর্তী বলেন, মোট ৪০-৪৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। দেখা গেছে তাদের মধ্যে অনেকেই জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গে আক্রান্ত। এই ধরণের লক্ষণগুলির সবকটিই কভিড-১৯ এর লক্ষণের সঙ্গে মিলে যায়। সুতরাং, কোনও রকম ঝুঁকি না নিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি যাদের আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককেই প্রথমে ত্রিপুরায় ১৪ দিনের জন্যে কোয়ারেন্টাইন করে রাখা হবে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভারতে দুইজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৮৩ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে