রঙের উৎসব হোলির ছুতায় যৌন হয়রানি

0
341

রঙের উৎসব হোলি বা দোলের সময় এলেই ভারতে যৌন হয়রানির খবর শোনা যায়৷ আনন্দ উদযাপনের সময়েও কেন হয়রানির শিকার হচ্ছে নারী?

‘হ্যাপি হোলি’

বছর ঘুরে আবারো এসেছে অনেক প্রতীক্ষার হোলি৷ তবে পশ্চিমবঙ্গে একদিন আগে, মানে ‘দোলে’-র দিন এ উৎসব পালন করা হয়৷ সাধারণত, এর মধ্য দিয়ে ভালো কাজের জয় আর মন্দের ক্ষয়কে বোঝানো হয়৷

‘বুরা না মানো হোলি হ্যায়’- এই বাক্য ভারতে বছরের একটি বিশেষ সময়ে রাস্তাঘাটে শুনতে পাওয়া যায়৷ ‘রাগ করবেন না, আজ তো হোলি!’ কারো গায়ে রঙ মাখানো উৎসব পালনের সার্থকতার জন্য প্রয়োজন, তাই ঘুরেফিরে বিভিন্ন পরিসরে শুনতে পাওয়া যায় এই বাক্য৷ কিন্তু এই একই বাক্য আজ হোলিতে রঙ মাখানোর অছিলায় যৌন হয়রানির প্রেক্ষাপটেও প্রযোজ্য হয়ে উঠেছে৷

বিনা অনুমতিতে যে কোনো নারীকে রঙ মাখানোর নামে তার শরীরে হাত দেওয়া, পরিকল্পিতভাবে দল বেঁধে কোনো নারীকে যৌন হয়রানির শিকার বানানো, এসবই ভারতের বসন্তকালীন বাস্তবতা৷ শুধু তাই নয়, জোর করে ভিনধর্মী নারীর গায়ে রঙ মাখানোর ঘটনাও ঘটেছে ভারতে৷ আপত্তি জানাতে গেলেই শোনা যায় ‘বুরা না মানো,হোলি হ্যায়‘! গোটাটাই যেন উৎসব৷

অনুমতি নিতে জানে না যে সমাজ

২০১৯ সালের জনপ্রিয় বাংলা ছবি ‘পরিণীতা’তে ছিল একটি দৃশ্য৷ লাল আবিরের সাথে সিঁদুর মিশিয়ে হোলি খেলার দৃশ্য ছিল সেখানে, যাতে রঙ মাখাচ্ছে ভেবে অজান্তেই নায়কের সাথে নায়িকার ‘বিয়ে’ হয়ে যায়৷ এই ছবিটি সমালোচনার মুখোমুখি হলেও পরে এর থেকে অনু্প্রাণিত হয়ে কিছু পুরুষ লুকিয়ে আবিরের সাথে সিঁদুর মিশিয়ে হোলি খেলেছেন এবছর, বলে সোশাল মিডিয়ায় উঠে এসেছে৷ হোলির জমায়েতেও পাওয়া গেছে অসংখ্য খালি সিঁদুরের প্যাকেট৷

মথুরায় ১৬ দিনের হোলি

ধর্মীয় প্রার্থনা দিয়ে শুরু হয় উৎসব৷ এরপর চলে নাচ-গান আর রঙের খেলা৷ হিন্দু দেবতা কৃষ্ণের পৌরাণিক জন্মভূমি উত্তর ভারতের মথুরায় হোলির উৎসব চলে ১৬ দিন ধরে৷

লাঠি দিয়ে মারা

ভারতের উত্তর প্রদেশের বার্সানায় একটু অন্যরকমভাবে হোলি উদযাপিত হয়ে থাকে৷ সেখানকার পুরুষরা নারীর উদ্দেশ্যে উসকানিমূলক গান গায়৷ আর তাতে উত্যক্ত হয়ে লাঠি দিয়ে পুরুষদের মারার চেষ্টা করেন নারীরা, নিতান্তই প্রতীকীভাবে৷

সব ভুলে এক হওয়া

বছরের এই সময়টায় মানুষজন সব বিভেদ ভুলে এক হন৷ আত্মীয়রা উপহার নিয়ে একে অপরের বাড়ি যান৷ চলে খাওয়া-দাওয়া আর আড্ডা৷

ভাং পান

হোলির দিন মানেই ভাং থাকতে হবে৷ দুধের সঙ্গে গাঁজার পাতা আর ফুল মিশিয়ে বিশেষ এই পানীয়টি তৈরি হয়৷ যাঁরা কখনও ভাং খাননি, তাঁদের কীভাবে বোঝাই বলুন তো, এর নেশা কেমন?

দেশ ছেড়ে বিদেশেও

হোলি আর এখন শুধু ভারতবর্ষের উৎসব নয়৷ বিশ্বের অনেক দেশেই এখন ঘটা করে হোলি উদযাপন করা হয়৷ ছবিটি জার্মানির মিউনিখ শহরের হোলি উৎসবের৷

বসন্তকে স্বাগতম

হোলির অবশ্য অন্য একটি অর্থও আছে৷ ভারতের কিছু কিছু অঞ্চলে বিধাতাকে ভালো ফলনের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং বসন্ত ঋতুকে স্বাগত জানানো হয় রঙের এই উৎসবের মধ্যে দিয়ে৷

হলুদ-কেমিক্যাল-অর্গানিক

আগে হলুদ আর জাফরানের ফুল ও পাতা থেকে রং তৈরি হতো৷ তবে ইদানীং রঙে রাসায়নিক পদার্থ মেশানো হয়ে থাকে৷ অবশ্য পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বাড়ার কারণে আজকাল অর্গানিক রঙের চাহিদা বেড়েছে অনেকটাই৷

উৎসব সবার

‘দিওয়ালি’-র মতো হোলির সময়ও অনেকে বাড়িতে বাঙালির আলপনা দেয়ার মতো রং দিয়ে ‘রঙ্গোলি’ আঁকেন৷ তবে হোলি মানে শুধু নিজের ঘরটা সাজানো আর ভালো-মন্দ রান্না করাই নয়৷ এই সময়টায় ঘরের পশুদেরও হোলির রঙে রাঙিয়ে দেয়া হয়৷

লেখক: সামরাহ ফাতিমা/জেডএইচ। ডয়েচে ভেলে


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে