যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে, চীনে কমেছে

0
345
People wear face masks as they walk down a street in Flushing area of Queens on March 2, 2020 in New York City. - New York's governor, Andrew Cuomo, warned it was "inevitable" that the virus would spread in the global financial hub after its first confirmed case was detected in a health care worker who had visited Iran. Cuomo said the 39-year-old woman who tested positive at the weekend had mild symptoms and was recovering in isolation at home. Her husband is however expected to test positive as well. (Photo by Johannes EISELE / AFP)

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার ছয় জনে পৌঁছেছে। দেশের উত্তর-পশ্চিম প্রশান্ত অঞ্চলের পথ ধরে ভাইরাসটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।


জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৩ হাজার ১০০ লোক মারা গেছে। খবর এএফপি’র।


আন্দোরা, চেক প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া লাটভিয়া, পর্তূগাল, তিউনিসিয়া ও সৌদি আরব এবং আফ্রিকার সাব-সাহারাভূক্ত দ্বিতীয় দেশ সেনেগালে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।


যুক্তরাষ্ট্রে মৃতদের প্রত্যেকেই ওয়াশিংটনের। কর্মকর্তারা বাসিন্দাদের রোগ প্রশমনে স্থান পরিবর্তনের বিষয়ে সতর্ক করেছে। কিং কাউন্টির পাঁচ ব্যক্তি ভাইরাসে মারা গেছে। সেখানকার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন,‘আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে তা সকলের জন্যেই ঝুঁকির।’ কিং কাউন্টি সিয়াটল নগরীর কাছে অবস্থিত। জনবহুল সিয়াটলে প্রায় সাত লাখ লোকের বসবাস।


এদিকে ভাইরাসের হুমকিকে গুরুত্ব দিচ্ছেনা বলে হোয়াইট হাউসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘোষণা দিয়েছেন, গ্রীস্মে বা তার আগেই এর প্রকৃত চিকিৎসা মানুষের কাছে পৌঁছে যাবে।


চীনে সোমবার আরো ৪২ জনের মৃত্যুর কথা জানা গেছে। মধ্যাঞ্চল হুবেই প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯১২ জনে। হুবেই প্রদেশের রাজধানী উহানের এক বন্য প্রাণীর বাজার থেকে এ ভাইরাসের উৎপত্তি বলে মনে করা হয়।


চীনে গড়পড়তা নতুন আক্রান্তের সংখ্যা ২০২ জন । তবে গত জানুয়ারির তুলনায় বর্তমানে আক্রান্তের সংখ্যা কমে এসেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে