নওগাঁ সীমান্তে বিজিবির সঙ্গে টহলে গ্রামবাসী

0
298

নওগাঁর ধামইরহাট সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় বিজিবিকে সহায়তা করছে গ্রামের নানা বয়সী মানুষ।

বিজিবি জানায়, ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্তবর্তী গ্রামের সর্ব সাধারণকে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণসচেতনতামূলক প্রচারণা চালায়। যে সব পয়েন্ট দিয়ে বিএসএফ অবৈধ অনুপ্রবেশ ঘটাতে পারে ওই সব এলাকার জনগণকে সচেতন করার মাধ্যমে অনুপ্রবেশ ঠেকাতে এক সাথে কাজ করছে বিজিবি ও গ্রামবাসী।

জানা যায়, গত সোমবার রাতে উপজেলার শীমুলতলী বিওপির (বর্ডার অবজারভেশন পোষ্ট) আয়োজনে রামচন্দ্রপুর গ্রামে এক গণসচেতনতামূলক আলোচনা করে ১৪ বিজিবি ব্যাটালিয়ন।

এ বিষয়ে শীমুলতলী বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো.ফিরোজ হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে স্থানীয় গ্রাম পুলিশ ও গ্রামের জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে পুশইনসহ যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে সীমান্তবর্তী গ্রামের জনগণকে সচেতন করার জন্য সচেতন করার কাজ চলছে। এ কাজের গ্রামের সব বয়সী মানুষ ব্যাপক সহযোগিতা করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে