পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

0
322

বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। ঐ যুবকের নাম হাসান আলী। পঞ্চগড় সদর উপজেলার ৭৫২ নম্বর বেরুবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা ঐ যুবকের গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ইনপেক্টর জামাল ভয়েস অফ আমেরিকাকে বলেন, পঞ্চগড় সদর থেকে ১৭ কিলোমিটার দূরে বেরুবাড়ি সীমান্তের কাছে হাসান আলী (২৫) নামের ঐ যুবক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল। আমরা তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তিনি বলে নিহত ঐ যুবক গরু চোলাচালানের সাথে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, একাধিক বার বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে হত্যাকান্ড শুন্যের কোঠায় নামানোর অঙ্গীকার করলেও এখনো গুলি থামছে না। বছরের শুরুতেই মাত্র ২১ দিনে শুধু উত্তরাঞ্চলের পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং চাপাইনবাবগঞ্জ সীমান্তে তাদের গুলিতে নিহত হয়েছে ৫ জন বাংলাদেশী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে