কোহলির প্রশংসায় আমির

0
301
ছবি: সংগৃহীত।

মাঠের খেলার জন্য কোন পুরষ্কার না পেলেও আচরণের জন্য ২০১৯ সালের আইসিসি’র ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি । আর এ পুরষ্কার পাওয়ায় কোহলির প্রশংসা করেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

স্পিরিট অব ক্রিকেট জেতার পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির একটি টুইট বার্তা প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই টুইটে বিরাট কোহলি লেখেন, ‘অনেক বছর ধরে নেতিবাচক কারণে আমি আলোচিত ছিলাম। তাই এ পুরস্কার জিতে আমি বিস্মিত হয়েছি। এদিকে বিরাট কোহলির এমন টুইটে মন্তব্য করেছেন মোহাম্মদ আমির। মন্তব্যে মোহাম্মদ আমি লেখেন, কিংবদন্তী খেলোয়াড়ের কাছ থেকে দুর্দান্ত কথা।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ৯ জুন কেনিংসটন ওভালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। সে ম্যাচে ভারতের বিপক্ষে অসি সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ব্যাটিং করতে নামলে দর্শক, সমর্থক দুয়োধ্বনি দিতে থাকে। এক পর্যায়ে কোহলি দর্শকদের উদ্দেশ্য করে থামার অঙ্গভঙি করেন। আর এ স্পোর্টসম্যানশিপ তাকে স্পিরিট অব ক্রিকেট খেতাব পাইয়ে দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে