রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

0
315
সিন্ডিকেট সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু,। ছবি : প্রিতম

শনিবার, ২৪ আগস্ট ২০১৯, (নোঙরনিউজ), কুষ্টিয়া প্রতিনিধি : রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে এবং রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ডঃ ইসমত আরা খাতুন এর সঞ্চালনায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের চতুর্থ সভা ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেট সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু, সরকার মনোনীত সিন্ডিকেট সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ হারুন-অর-রশিদ আসকারী, ইউজিসি মনোনীত সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহিনুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ জহরুল ইসলাম।

সিন্ডিকেট সভায় তিনটি বিভাগের শিক্ষক এবং দুটি অফিসার পদে নিয়োগ অনুমোদন দেয়া হয়। তাছাড়া সিন্ডিকেট সভায় নতুন ক্লাস ও অফিস সময়সূচী অনুমোদিত হয়। নতুন সময়সূচি অনুযায়ী প্রতি সোমবার ক্লাস ও অফিস বন্ধ থাকবে। মঙ্গলবার শিক্ষকদের একাডেমিক প্রস্তুতি এবং বুধবার থেকে রবিবার পর্যন্ত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত ফল ২০১৯ সেমিস্টার থেকে বাস্তবায়ন হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে