অভিন্ন নদীতে প্রবাহ বজায় রাখতে প্রয়োজন জাতিসংঘ নদী কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর

0
476
অভিন্ন নদীতে বাধাহীন প্রবাহ বজায় রাখতে জাতিসংঘ নদী কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর করার দাবি উঠেছে নদী কর্মীদের আলোচনা সভায়। ছবি : নোঙর

মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, (নোঙরনিউজ) : ২০১৫ সাল থেকে প্রতি বছর ১৭ আগস্ট ‘নদী অধিকার দিবস’ হিসেবে পালন করছে বাংলাদেশের নদী সংরক্ষণকর্মীসহ সর্বস্তরের মানুষ।মূলত অভিন্ন নদীগুলোতে বাধাহীন পানিপ্রবাহ নিশ্চিত করতে এই উদ্যোগ।

জাতিসংঘ পানিপ্রবাহ সনদের সরকারি-বেসরকারি পর্যায়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশে ‘রিভারাইন পিপল’ গত ১৭ জুলাই, শনিবার ঢাকার লালমাটিয়ায় আয়োজন করে গোলটেবিল বৈঠক।

আলোচনায় জাতিসংঘ নদী কনভেনশনে বাংলাদেশ সরকারের স্বাক্ষর বাস্তবায়নের দাবি তুলে ধরেন আলোচকরা। তারা বলেন, জাতিসংঘ নদী কনভেনশনের প্রয়োজনীয়তা এ দেশের নদীর অধিকার নিশ্চিত করবে।

নদী গবেষক ম. ইনামুল হক বলেন, নদী অধিকার প্রতিষ্ঠা তখনই সম্ভব, যদি নদীর উন্নয়ন প্রকল্পগুলো ভৌগলিক রাষ্ট্র সীমানার স্বার্থের উর্ধ্বে হতে হবে। যেন নদীর স্বাভাবিক প্রবাহকে বিঘ্নিত না করে।

পাশাপাশি নদী দূষণকে নিয়ন্ত্রণ করতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান নদী ও পরিবেশ নিরাপত্তার সমামাজিক সংগঠন নোঙর সভাপতি ও নদী গবেষক সুমন শামস।

আলোচনায় বুড়িগঙ্গা নদীর বিগত ২৫ বছরের দখল-দূষণ ও পরিবেশগত অবস্থার নিয়ে বক্তব্য উপস্থাপন করেন রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ।

বৈঠকে নদী অধিকার মঞ্চের সদস্য শমসের আলী বলেন, “জাতিসংঘ নদী কনভেনশন এদেশের নদীর অধিকার নিশ্চিত করবে।”

১৯৯৭ সালে পাস হয় জাতিসংঘ পানিপ্রবাহ সনদ। বাংলাদেশ এর পক্ষে ভোট দিলেও জাতীয় সংসদে এই সনদের অনুসমর্থন করা হয়নি এখনও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন সদস্য, হাওর অঞ্চলবাসী আন্দোলনের কো-অর্ডিরেটর জাকিয়া শিশির, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, জাকির হোসেন, মোহাম্মদ আলী, আনোয়ার, আমির হোসেন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে