কাউখালীতে জোয়ারের পানিতে নিম্মাঞ্চলের ২৫ গ্রাম প্লাবিত

0
328
পানিতে তলিয়ে গেছে কাউখালীর বড় বিড়ালজুড়ি গ্রামের একটি বিদ্যালয়। ছবি: ইত্তেফাক

বুধবার, ০৮ আগস্ট ২০১৯, (নোঙরনিউজ) : জোয়ারের পানিতে বুধবার পিরোজপুরের কাউখালী উপজেলার নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের অন্তত ২৫ গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।

গত তিন দিনে জোয়ার ও অতিবর্ষণে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা।

নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, আমরাজুরি, জয়কুল, বিড়ালজুিড়, ডুমজুড়ি, কুমিয়ান, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

দু’দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম বৃৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী। প্রায় সব বিদ্যালয়ের ভিতরে এবং মাঠে পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান সম্ভব হচ্ছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে