রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন’

0
340
China will remain in the solution to the Rohingya crisis

রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন’

শুক্রবার, ০৫ জুলাই ২০১৯, (নোঙরনিউজ) : রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে চীন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়া হবে বলেও জানান চীনা প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে, বেইজিংয়ে রাষ্ট্রীয় ভবন ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শহীদুল হক বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে একটা সহায়ক পরিবেশ গড়ে তোলার জন্য চীনকে ভূমিকা পালনের অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে চীনা প্রধানমন্ত্রী বলেন, চীন বুঝতে পারে রোহিঙ্গা বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তাই রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারকে বোঝাবে বেইজিং। প্রয়োজনে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ারমারকে চাপও দেয়া হবে।

এ সময় রোহিঙ্গাদের আশ্রয়দেয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদও জানান লি কেকিয়াং। রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য এলওসি, আইসিটি, বিদ্যুৎ ও পানিসম্পদসহ মোট ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে