নদী ও পরিবেশ সুরক্ষায় সকল সামাজিক সংগঠনের ঐক্য প্রয়োজন : সুমন শামস

0
508
নদী ও পরিবেশ সুরক্ষায় সকল সামাজিক সংগঠনের ঐক্য প্রয়োজন

রবিবার, ০২ জুন ২০১৯, (নোঙরনিউজ) : রবিবার, ০২ জুন ২০১৯, (নোঙরনিউজ) : শনিবার ১ জুন ২০১৯ বিকাল ৫ ঘটিকায় রাজধানীর আজিমপুর শহীদ মানিক উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ঢাকা মহানগর আহবায়ক কমিটির উদ্যোগে অভিষেক ও ইফতার অনুষ্ঠান আয়োজন করে।

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রী সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, জনাব আলহাজ্ব মোহাম্মদ হুমায়ুন কবির (২৩ নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর), রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ, নোঙর সভাপতি ও নদী রক্ষা জোটের মুখপাত্র সুমন শামস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুরান ঢাকার সংগঠক জনাব সোহাগ মহাজনকে আহ্বায়ক ও মনোরঞ্জন মন্ডলকে সদস্য সচিব করে ২১ সদস্যের বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)’র ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র সাধারণ সম্পাদক জনাব ডাক্তার আব্দুল মতিন। এর পর আগামীতে তাদের নেতৃত্বে ঢাকার অন্যান্য থানা কমিটি গঠনের উদ্যোগ নেয়ার গুরুত্বারোপ করা হয়।

অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য জনাব রুহুল আমিন এফসিএফ কে (ক্লিন রিভার বাংলাদেশ এর সহ সভাপতি) সন্মাননা স্মারক তুলে দেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মতিন।এরপর শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য অধ্যাপক সাদিয়া আহম্মেদ, (সাবেক চেয়ারম্যান, প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়) কে সন্মাননা স্মারক তুলে দেন নোঙর সভাপতি ও নদী রক্ষা জোটের মূখপাত্র সুমন শামস।

সংক্ষিপ্ত বক্তব্যে নোঙর সভাপতি ও নদী রক্ষা জোটের মূখপাত্র সুমন শামস বলেন, ‘নতুনদের আগমন উপলক্ষে নদী ও পরিবেশ কর্মীদের এক সাথে জোটবদ্ধ হয়ে পথচলার কোর বিকল্প নেই। তাই দেশের সকল নদী ও পরিবেশ আন্দোলনের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান সুমন শাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, গ্রিনপিস বাংলার যুগ্ম সম্পাদক আহমেদ জুয়েল, বাপার সদস্য আশরাফ আমিরউল্লাহ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে