বুড়িগঙ্গা শহর রক্ষা বাঁধে সংসদ সদস্যের বিশাল স্থাপনা উচ্ছেদ

0
646
লালবাগ এলাকার সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন ভবনটির উচ্ছেদে বারবার তাগাদা দিলেও সাড়া না পেয়ে অবশেষে কঠোর ব্যবস্থা নেয় পাউব।

শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৪ ফাল্গুন ১৪২৫ (নোঙরনিউজ) : শহর রক্ষা বাধের ওপর হয়েছে মার্কেট, বাসাবাড়ি এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানও। সংসদ সদস্যও সরকারি জায়গায় করেছেন বিশাল স্থাপনা। নিজেদের জায়গা উদ্ধার করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সামনে এসেছে এমনই সব বিষয়।

লালবাগ থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধে চিহ্নিত হয়েছে প্রায় সাড়ে আটশ অবৈধ স্থাপনা। চারদিনের অভিযানের শুরুর দিনে লালবাগ কেল্লার মোড় ও আশেপাশের এলাকায় উচ্ছেদ করা হয় প্রায় ১০০ স্থাপনা।

যে বাঁধ রক্ষা করবে শহর দখলের কারণে বেড়িবাঁধই অরক্ষিত।

পাউবো’র নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুল হক জানান, সীমানা পিলার দিয়ে মাপ নির্দিষ্ট করা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জায়গার ভেতরে ঢুকে গেছে লালবাগ কিল্লার মোড়, লোহার ব্রিজ, শহীদ নগর ও বৌবাজার এলাকার বেশিরভাগ বাড়ি ও দোকান।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) নিজেদের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান শুরু করে পানি উন্নয়ন বোর্ড।

পাউবো’র অখিল প্রধান প্রকৌশলী বিশ্বাস জানান, লালবাগ এলাকার সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন ভবনটির উচ্ছেদে বারবার তাগাদা দিলেও সাড়া না পেয়ে অবশেষে কঠোর ব্যবস্থা নেয়া হয়।

প্রথম ধাপে আশুলিয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে