চরম খাদ্য সংকটে ফিলিস্তিন

0
381

সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯, (নোঙরনিউজ ডেস্ক) : তহবিল সংকটের কারণে ফিলিস্তিনে কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি)। জাতিসংঘের খাদ্য কর্মসূচি বন্ধের কারণে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে দেশটিতে।

ডব্লিওএফপি’র ফিলিস্তিনের ডিরেক্টর স্টিফেন কিয়েরনি জানিয়েছেন, ‘১ জানুয়ারি থেকে পশ্চিম তীরের প্রায় ২৭ হাজার মানুষ জাতিসংঘের খাদ্য সহায়তা পাচ্ছে না। গাজায় এক লাখ ৬৫ হাজার মানুষকে সহায়তাও বন্ধ হয়ে গেছে। গত চার বছর ধরে তহবিল সংগ্রহে ভাটা পড়ায় ফিলিস্তিনে সহায়তা বন্ধ হয়ে গেছে। তবে এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র তার অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে’।

জাতিসনহঘের এই খাদ্য সরবরাহ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ায় সংগঠনটির তহবিল সংকটে পড়েছে বলেও জানার স্টিফেন। ২০১৮ সালে গাজায় আড়াই লাখ এবং পশ্চিম তীরে এক লাখ ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সংগঠনটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে